শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > জাতীয় > এবার আর পাহাড়ে ছোঁবে না ঈদের আনন্দ

এবার আর পাহাড়ে ছোঁবে না ঈদের আনন্দ

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
বিপর্যস্থ পাহাড়ে এবার আর ছোঁবে না ঈদের আনন্দ। দুবেলা খাবারই যেখানে অনিশ্চিত সেখানে ঈদের আনন্দ কিংবা সন্তানের জন্য নতুন জামা দুর্গতদের কাছে হয়ে উঠেছে বিলাসিতা। একটু বৃষ্টি হলে ঘিরে আসে আতঙ্ক মনে করিয়ে দেয় স্বজন হারানোর বহু কথা।

অথচ এই পাহাড়েই প্রতিবার ঈদের প্রতিটি পরিবার নিজেদের সাধ্যমতে কিছু না কিছু কিনে দিতেন সন্তানদের। কিন্তু এবার সন্তানদের নতুন জামা কিনে দেওয়ার ইচ্ছাটা পাহাড়িদের কাছে বিলাসিতা। পাহাড়ে নেমে আসা হঠাৎ দুর্যোগে তাদের এখন পথে বসার অবস্থা। যেখানে একবেলাই খাবার পাওয়া যাচ্ছে না সেখানে আবার ঈদ।

মঙ্গবারের পহাড় ধসের ঘটনা এখনো তাড়া করছে রাঙ্গামাটি মানুষদের। পাহাড়ের মাটির নিচে এখনো চাপা পড়ে আছে অন্তত ৬ জনের মরদেহ। এখন পাহাড় থেকে পাড়ে শুধুই মনখারাপ আর স্বজন হারানোর কান্না। তবুও মৃত্যুর ঝুঁকি নিয়ে পাহাড়ে ঘর বেধে আছে হাজারও মানুষ।

সূত্র : চ্যানেল ৭১ টিভি