শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > শীর্ষ খবর > এফআর টাওয়ার নির্মাণের তথ্য চেয়ে রাজউককে চিঠি দুদকের

এফআর টাওয়ার নির্মাণের তথ্য চেয়ে রাজউককে চিঠি দুদকের

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
রাজধানীর বনানীর বহুতল ভবন এফআর টাওয়ার নির্মাণসংক্রান্ত যাবতীয় তথ্য চেয়ে রাজউক, ফায়ার সার্ভিস, ওয়াসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুদকের পক্ষ থেকে এ চিঠি পাঠানো হয়।

এর আগে গত ৩ এপ্রিল ফারুক-রূপায়ণ টাওয়ার নির্মাণে অনিয়ম-দুর্নীতি খতিয়ে দেখতে অনুসন্ধান শুরু করে দুদক। দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক আবু বকর সিদ্দিককে এ বিষয়ে অনুসন্ধানের দায়িত্ব দেয়া হয়।

এফআর টাওয়ার ১৮তলার অনুমতি নিয়ে ২৩তলা করা হয়েছে বলে অভিযোগ করে আগুন লাগার পর। এর পেছনে দায়ী যারা তাদের খুঁজে বের করবেন দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তা।

গত ২৮ মার্চ এফআর টাওয়ারের নবম তলায় ভয়াবহ আগুন লাগে। ফায়ার সার্ভিস, বিমানবাহিনী, সেনাবাহিনী ও নৌবাহিনীর যৌথ প্রচেষ্টায় কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ২৬ জনের প্রাণহানির ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ৭৩ জনকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

এ ঘটনায় মামলা হলে ভবনমালিককে গ্রেফতার করে পুলিশ।