শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > এদেশে গণতন্ত্র নাই

এদেশে গণতন্ত্র নাই

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আমাদের দেশ গণতান্ত্রিক দেশ নয়। যদি হত তবে সরকার বিরোধী দল অসম্মান করতো না, পাঁচ সিটি নির্বাচনে পরাজয়ের পর প্রধানমন্ত্রী অথবা স্থানীয় সরকার মন্ত্রী পদত্যাগ করতেন।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসকাব ভিআইপি লাউঞ্জে ‘দেশে বিদ্যমান রাজনৈতিক সংকট ও উত্তরণের উপায়’ শীর্ষক এক গোলটেবিল আলোচনা সভায় তিনি এ কথা বলেন। জাতীয় সমাজতান্ত্রিক দল এই আলোচনা সভার আয়োজন করে।

কাদের সিদ্দিকী বলেন, এই সরকারের মন্ত্রী-এমপিরা বেশী কথা বলেন। সরকার অন্যান্য দেশের মত নির্বাচন হবে বলে বলছে।

বর্তমান সরকারের শেষ সংসদীয় অধীবেশনে অকথ্য ভাষায় বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, মানুষ ভালো কথা শুনতে চায়। কিন্তু সংসদ অধীবেশনে যদি অকথ্য ভাষায় কথা বলা হয়, তাহলে জনগণ কি শিখবে।

তিনি আরো বলেন, জাতির বুকের ওপর জগদ্দল পাথর চেপে বসে আছে, তাই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, জনগণকে জাগাতে হবে।

জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আব্দুল রবের সভাপতিত্বে গোলটেবিল আলোচনায় আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড, সৈয়দ আনোয়ার হোসেন, গণস্বাস্থ্য বোর্ডের ট্র্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, ড. মাহাবুবুল্লাহ প্রমুখ।