বাংলাভূমি ডেস্ক ॥
দুর্নীতি দমন কমিশনের সচিব মুহাম্মদ দিলোয়ার বখত বলেছেন, ঝড়ে পড়া রোধে সরকার অনেক ব্যবস্থা নিয়েছে। এ বছরে সরকার বইয়ের সঙ্গে ২০০০ টাকাও দিচ্ছে। ড্রেসও দেয়া হচ্ছে। এতকিছু দেয়ার পর শিক্ষার্থীদের ঝড়ে পড়ার কারণতো দেখি না। তবে একটা কারণ হতে পারে শিক্ষার্থীরা স্কুলে এসে যদি দেখে তাদের শিক্ষক নাই তাহলে সে বিদ্যালয়ে থাকবে কেন এটাও একটা অন্যতম কারণ হতে পারে। তাই বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা যদি সঠিকভাবে কাজ করেন তাহলে দেখবেন বিদ্যালয়ও সঠিকভাবে চলবে।
তিনি বলেন, আমরা সবাই সুনামগঞ্জ জেলার সন্তান। আমরা নিশ্চয় চাই যে এ জেলাকে একটি বড় স্থানে তুলে দিতে। কারণ আমরা যারা সচিব পর্যায়ে এসেছি বর্তমান প্রজন্মকেও এ পর্যায়ে নিয়ে যেতে আপনাদের প্রয়োজন। বিদ্যালয় থেকে যদি সঠিকভাবে ছাত্র গড়ে তুলা না হয় তাহলে আমরা অনেক পেছনে চলে যাব।
তিনি আরো বলেন, ২০১১ সালে বাংলাদেশে স্বাক্ষরতার হার ৬৫ শতাংশ। বর্তমানে উন্নতি হয়ে তা দাঁড়িয়েছে ৭৩ শতাংশ এর উপরে। আমি গুগলে সার্চ দিয়ে দেখেছি সুনামগঞ্জের শিক্ষার হার ৪৯.৭৫ শতাংশ। খুব বেশি বাড়েনি। সুতারাং আমাদেরকে যদি সেই পর্যায়ে যেতে হয় তাহলে প্রাথমিক শিক্ষায় ভর্তির হার শতভাগ নিশ্চিত করতে হবে।
শনিবার সকালে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীতে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে জেলার সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং প্রাথমিক শিক্ষার মাঠ পর্যায়ের কর্মকর্তাবৃন্দের সঙ্গে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দুর্নীতি দমন কমিশন সচিব মুহাম্মদ দিলোয়ার বখত এসব কথা বলেন।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মিজানুর রহমান, সিভিল সার্জন আশুতোষ দাশ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জিল্লুর রহমান প্রমুখ।