রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > ‘এখানে তালি বাজালে হবে না। জনগণের কাছে যেতে হবে’

‘এখানে তালি বাজালে হবে না। জনগণের কাছে যেতে হবে’

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখানে তালি বাজালে হবে না। জনগণের কাছে যেতে হবে। পরিবর্তনের ধারাবাহিকতা বজায় রাখতে হলে, আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে হবে। আওয়ামী লীগ আমার পরিবার। আওয়ামী লীগ আমার আপনজন। আমার সন্তানদের এতো সময় দেই নাই আওয়ামী লীগকে যত সময় দিয়েছি।

রবিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট চত্বরে দু’দিনব্যাপী আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের শেষ দিনে কাউন্সিল অধিবেশনে এ কথা বলেন তিনি।

নির্বাচনে জনগণের সমর্থন পেতে গত সাত বছরে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশে উন্নয়নের চিত্র মানুষের কাছে তুলে ধরার ওপর জোর দেন তিনি।

এর আগে সকাল ৯ টা ৩৮ মিনিটে তিনি ইনস্টিটিউট চত্বরে যোগ দিলেন। এরপর সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশন শুরু হয়। এই অধিবেশনে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী।