স্টাফ রিপোর্টার ॥ আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এখনো আলাপ-আলোচনার সুযোগ আছে বলে মনে করেন করেন খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক।
বুধবার দুপুরে সচিবালয়ে নিজ দফতরে মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডাব্লিউ মজীনার সঙ্গে বৈঠকের পর তিনি এ মন্তব্য করেন।
খাদ্যমন্ত্রী বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এখনো আলাপ-আলোচনার সুযোগ আছে। প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচনে না এলে এককভাবে নির্বাচন করতে হবে। আমার দৃঢ় বিশ্বাস, প্রধানমন্ত্রী নির্বাচন নিয়ে যত অনিশ্চয়তা আছে তা পরিষ্কার করবেন।”
আগামী ১৩ অক্টাবর আওয়ামী লীগের কার্যকরি পরিষদের সভায় এ বিষয়ে আলোচনা হতে পারে জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, “উনি (প্রধানমন্ত্রী) একটা আউটলাইন দিতে পারেন।”
তবে সংবিধান অনুযায়ী অন্তর্র্বতীকালীন সরকারের অধীনে নির্বাচন ছাড়া এই মুহূর্তে অন্য কোনো আলোচনা নেই বলে জানান খাদ্যমন্ত্রী।
মার্কিন রাষ্ট্রদূতকে উদ্ধৃতি করে খাদ্যমন্ত্রী বলেন, “বাংলাদেশের সুষ্ঠু, সুন্দর নির্বাচনের জন্য তারা কাজ করছেন। এ বিষয়ে তারা প্রধান বিরোধী দলের সঙ্গে কথা বলেছেন। তবে বিরোধী দল তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন করবে না বলে অনড় রয়েছে।”প্রধানমন্ত্রী বিরোধী দলের সঙ্গে আলোচনা চাইলেও তাদের (বিএনপি) আন্তরিকতা থাকা উচিত ছিল বলে জানান মার্কিন রাষ্ট্রদূত।
খাদ্যমন্ত্রী বলেন, “সংসদের চলতি অধিবেশনে যোগ দিয়ে বিএনপির কথা বলা উচিত ছিল বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত। যোগ না দেয়াকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করেছেন ড্যান মজীনা।”২৪ অক্টোবরের পর ২৪ জানুয়ারি পর্য্যতন্ত সময়ে ক্যাবিনেটের পরিসর বিষয়ে জানতে চাইলে খাদ্যমন্ত্রী বলেন, “তা প্রধানমন্ত্রী বলতে পারবেন।”
বিএনপি না এলে আওয়ামী লীগ এককভাবে নির্বাচন করবে কিনা- জানতে চাইলে খাদ্যমন্ত্রী বলেন, “সময় এলেই জানতে পারবেন।”খাদ্য নিরাপত্তায় সহায়তা দিতে চায় আমেরিকা বাংলাদেশের মানুষের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহায়তা দিতে চায় আমেরিকা।
খাদ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে এ অভিপ্রায়ের কথা জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত। সেই সঙ্গে জাতীয় সংসদে নিরাপদ খাদ্য আইন পাস হওয়ায় প্রধানমন্ত্রীকেও অভিনন্দন জানান মজীনা। এছাড়া সম্প্রতি উদ্ভাবিত বিটি বেগুন নিয়ে সমালোচনা থাকলেও তা ক্ষতিকর হবে না বলে জানান মজীনা।