শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > একমাত্র হিলারিই প্রেসিডেন্ট হওয়ার যোগ্য: ওবামা

একমাত্র হিলারিই প্রেসিডেন্ট হওয়ার যোগ্য: ওবামা

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ঢাকা: ফিলাডেলফিয়ায় ডেলিগেট সম্মেলনে ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটনের প্রশংসা করে বক্তব্য রেখেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার জন্য সবচাইতে যোগ্যতম প্রার্থী হচ্ছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এ মুহূর্তে আর কোনো নারী বা পুরুষের এ জাতীয় যোগ্যতা নেই।

প্রেসিডেন্ট ওবামা বলেন,‘আপনারা জানেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করাটা কোনো সাদামাটা বিষয় নয়। ওভাল অফিসে বসে গোটা বিশ্বের সমস্যা মোকাবেলা করতে হয়। যুবকদের যুদ্ধে পাঠাতে হয়। কিন্তু হিলারির এই অভিজ্ঞতা রয়েছে। কেননা এর আগেও তাকে এ জাতীয় বহু সিদ্ধান্ত নিতে হয়েছে।’

মার্কিন প্রেসিডেন্টের এই সমর্থন নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে জয়লাভে সহায়তা করবে বলে বিশেষজ্ঞদের ধারণা।

বুধবার ডেমোক্রেটিকসদের ডেলিগেট সম্মেলনে ওবামা ছাড়াও ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন, নিউ ইয়র্কের সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গ হিলারির পক্ষে বক্তব্য রাখেন বলে দ্য ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা জানিয়েছে।