আন্তর্জাতিক ডেস্ক ॥
একজন যৌন নিপীড়ককেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বানিয়েছি বলে ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ২০১৬ সালে ডেমোক্রেটিক দলের মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি একথা বলেছেন। সম্প্রতি হলিউডের চলচ্চিত্র প্রযোজক হার্ভে উইনস্টেইনের যৌন কেলেঙ্কারীর অভিযোগকে ভিত্তি করে তিনি ট্রাম্পকে খোঁচা দিয়েছেন। স্থানীয় সময় শরিবার মার্কিন স্যাটেলাইট চ্যানেল ফোর নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে হিলারি এসব কথা বলেছেন।
উইনস্টেইন ডেমোক্রেটিক দলের একজন বড় অর্থদাতা। এমন কি ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারির প্রচারণায় উইনস্টেইন অনেক ডলার ব্যয় করেছিলেন। অবশ্য হিলারি তার নির্বাচনী প্রচারণায় উইনস্টেইনের দেওয়া অর্থ ফিরিয়ে দেবেন বলে ঘোষণা দিয়েছেন।
উইনস্টেইনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এর আগে কয়েকবার আনা হলেও তিনি তা অস্বীকার করে আসছিলেন। আর তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনি এসব মিথ্যা বলে বারবার উড়িয়ে দিয়েছেন। কিন্তু এবার তার বিপক্ষে যৌন হয়রানির অভিযোগকে সত্য বলেছেন হলিউডের খ্যাতনামা অ্যাঞ্জেলিনা জোলি সহ আরও অনেকেই।
উইনস্টেনের সমালোচনা করতে গিয়েই হিলারি ট্রাম্পের কথা উত্থাপন করেছেন। তার মতে ট্রাম্পের মতো একজন যৌন কেলেঙ্কারীকে দেশের প্রেসিডেন্ট নির্বাচিত করার কারণেই এসব কর্মকান্ড দিন দিন বেড়েই চলেছে। ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছিলেন বেশ কজন নারী। যদিও ট্রাম্প এসব মিথ্যা বলে অস্বীকার করেছেন। দ্য হিল