স্টাফ রিপোর্টার ॥
আইন না থাকায় একজন বিচারপতিকে রাষ্ট্রপতি সরিয়ে দিতে পারেন না বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি এসকে সিনহা। সংবিধানের ১৬ তম সংশোধনীর বিষয়ে রাষ্ট্রপক্ষের আপিল শুনানির সময় এসব কথা বলেন প্রধান বিচারপতি।
সকালে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চে শুনানি করা হয়। ১৯৭২ সালের সংবিধানে ফিরে যেতে চান শুধুমাত্র বিচারপতি অপসারণের ক্ষেত্রে। অন্যান্য ক্ষেত্রে চান না কেন।
প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেলকে বলেন, এ গুলো কি বলছেন। আমরা উঠে চলে গেলাম। তখন বেলা সোয়া একটা। তবে এ মামলার আপিল শুনানি কবে অনুষ্ঠিত হবে নির্ধারণ করেন নি আদালত।