হান্নান মোল্লা
স্টাফ রিপোর্টার ॥
ছবির মানুষটিকে চিনতে পারছেন? হ্যা, উনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার)। টঙ্গীর ষ্টেশন রোডে ইজতেমায় আগত মুসল্লিরা যখন যানজটে পড়ে দুর্ভোগে পড়েছেন তখন নিজেই লাঠি হাতে নেমে পড়েছেন রাস্তায়। ঘন্টাখানেক দূর থেকে উনাকে দেখলাম। আজ পর্যন্ত পুলিশের (ডিআইজি পদমর্যাদার) কোন কর্মকর্তাকে এভাবে ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেখিনি। অথচ ছবির এই মানুষটি প্রোটকল ভেঙ্গে যেভাবে সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়েছেন তাতে কেউ বুঝবেনই না উনি একজন মেট্রোপলিটন কমিশনার। সড়কে এভাবে দায়িত্বপালনরত অবস্থায় দেখে চমকে গিয়ে আমোদের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি মহোদয় গাড়ি থামিয়ে ধন্যবাদ জানান উনাকে। আমরা গাজীপুরবাসী সত্যি ভাগ্যবান এমন একজন মানুষকে পুলিশ কমিশনার হিসেবে পেয়ে।