শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > রাজনীতি > এককভাবেই সিটি নির্বাচন করবে জাতীয় পার্টি

এককভাবেই সিটি নির্বাচন করবে জাতীয় পার্টি

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি ও ডিএসসিসি) আসন্ন নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করবে বলে জানিয়েছেন পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা। তিনি বলেছেন, ‘ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে জাতীয় পার্টি এককভাবেই নির্বাচন করবে।’

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) নির্বাচনে দলের প্রার্থীদের সমর্থনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিতে গিয়ে তিনি এ কথা জানান।

এ সময় ডিএসসিসির মেয়র পদে জাতীয় পার্টির প্রার্থী হাজী সাইফুদ্দিন আহমেদ মিলনের পক্ষে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়া উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে ওয়ার্ডে জাতীয় পার্টি সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের পক্ষে কাজ করতেও নির্দেশ দিয়েছেন রাঙ্গা। নির্বাচনের শেষ পর্যন্ত জাতীয় পার্টির নেতাকর্মীদের মাঠে থাকতেও নির্দেশ দিয়েছেন তিনি।

উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।