বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > আন্তর্জাতিক > উ. কোরিয়ার দিকে ছুটেছে মার্কিন স্ট্রাইক গ্রুপ

উ. কোরিয়ার দিকে ছুটেছে মার্কিন স্ট্রাইক গ্রুপ

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
মার্কিন বিমানবাহী রণতরীর নেতৃত্বাধীন একটি স্ট্রাইক গ্রুপ কোরিয় উপদ্বীপের কাছাকাছি পশ্চিমাঞ্চলীয় প্রশান্ত মহাসাগরের দিকে যাত্রা শুরু করেছে। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে যখন উত্তেজনা তুঙ্গে তখন স্ট্রাইক গ্রুপকে ওই অঞ্চলে মোতায়েন করা হচ্ছে।

মার্কিন প্রশান্ত মহাসাগর কমান্ড বলেছে, সিংগাপুর থেকে কার্ল ভিনসন নামের অ্যাটাক গ্রুপ শনিবার যাত্রা শুরু করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এ কর্মকর্তা আরো বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে উপস্থিতি জোরদার করা প্রয়োজন বলে মনে করছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ গ্রুপ পশ্চিমাঞ্চলীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মোতায়েন থাকবে। অস্ট্রেলিয়ার বন্দর পরিদর্শনের পূর্ব পরিকল্পনা এ গ্রুপ বাতিল করেছে বলেও জানান হয়েছে।

গত সপ্তাহে জাপান সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে উত্তর কোরিয়া। নিষেধাজ্ঞা আরোপের বিরুদ্ধে প্রতিশোধ নেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করার পরই এ ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য উত্তর কোরিয়ার বিরুদ্ধে একক ব্যবস্থা নেবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর ক্ষেপণাস্ত্র ছুঁড়ে পিয়ংইয়ং।

জাতিসংঘ এবং মার্কিন নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে ক্ষেপণাস্ত্র ও পরমাণু বোমা পরীক্ষা অব্যাহত রেখেছে উত্তর কোরিয়া। গত বছর দু দফা পরমাণু বোমা পরীক্ষাসহ এ পর্যন্ত পাঁচ দফা পরীক্ষা করেছে দেশটি। এ ছাড়া, অনেকবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে পিয়ংইয়ং।