শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > আন্তর্জাতিক > উ. কোরিয়ার জবাবে এবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো যুক্তরাষ্ট্র

উ. কোরিয়ার জবাবে এবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো যুক্তরাষ্ট্র

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক ॥
উত্তর কোরিয়াকে প্রতিহত ও নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা আরও মজবুত করতে অবশেষে এন্টি মিসাইলের পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়ার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম যুক্তরাষ্ট্রের ওই প্রতিরোধক ক্ষেপণাস্ত্র।

পেন্টাগণ থেকে জানা যায়, স্থানীয় সময় মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার বিমানঘাটি থেকে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়। নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও পাকাপোক্ত করার উদ্দেশ্যেই তারা এই পরীক্ষাটি চালিয়েছে। আর প্রথমবারেই এই পরীক্ষায় সফল হওয়ায় নিজেদের সুরক্ষিত মনে করছেন তারা। আরও আগে থেকেই তারা এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরিকল্পনা করছিলেন। কিন্তু উত্তর কোরিয়ার উত্তেজনায় তারা আর অপেক্ষা করতে পারলেন না।

অন্যদিকে, সোমবার উত্তর কোরিয়া আরেক দফায় হুমকি দিয়েছে যে, যুক্তরাষ্ট্রের জন্য অনেক বড় চমক অপেক্ষা করছে। জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য করে বার বার নিজেদের শক্তি ও ক্ষমতা প্রকাশে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যা”েছ উত্তর কোরিয়া। যা যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় হুমকি বলে মনে করছেন তারা। বিবিস, সিএনএন,স্কাই নিউজ