রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > উল্লাপাড়ায় ট্রেন দুর্ঘটনায় ৩ জন বরখাস্ত

উল্লাপাড়ায় ট্রেন দুর্ঘটনায় ৩ জন বরখাস্ত

শেয়ার করুন

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ ॥ উল্লাপাড়ায় দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ এনে ৩ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্তকৃতরা হলেন- একতা এক্সপ্রেসের চালক লোকো বঙ্কিমচন্দ রায়, সহকারি চালক আব্দুস সাফি ও উল্লাপাড়া স্টেশনের সহকারি স্টেশন মাস্টার কুতুবুদ্দিন।

রোববার বেলা ১২টা থেকে উল্লাপাড়া স্টেশনের দুই নম্বর লেন দিয়ে নীলসাগর এক্সপ্রেস উল্লাপাড়া রেলওয়ে স্টেশন পার হয়ে গেলে ঢাকা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ প্রায় আটঘণ্টা পর চালু হয়েছে।

এর আগে বেলা পৌনে ১২টার দিকে উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শামিম আলম ৩ জনকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে এদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ ওঠায় বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কতৃপক্ষ।

উল্লেখ্য, রোববার ভোররাত সোয়া চারটার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে একতা এক্সপ্রেস ও লালমনি এক্সপ্রেস ট্রেনের মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই দুই যাত্রি নিহত হন। আহত হয় অন্তত ৪০জন। এ ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।