শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > জাতীয় > উন্নত চিকিৎসার জন্য তরিকুলকে ঢাকায় আনা হচ্ছে

উন্নত চিকিৎসার জন্য তরিকুলকে ঢাকায় আনা হচ্ছে

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
ছাত্রলীগের হাতুরি পেটায় আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তরিকুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী থেকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে।

রোববার (৮ জুলাই) সকাল ১০টার দিকে তরিকুলকে অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন তার স্বজন ও বন্ধুরা। এর আগে রাজশাহী নগরীর রয়্যাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তরিকুল।

তরিকুলের তত্ত্বাবধায়নকারী চিকিৎসক ডা. সাইদ আহম্মদ বাবু বলেন, ‘তরিকুলের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে না। তার পা ও কোমরের হাড় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার পায়ে অস্ত্রোপচার করতে হবে। এজন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছি।’

তবে কোটা সংস্কার আন্দোলনের রাবি শাখার আহ্বায়ক মাসুদ মোন্নাফ জানিয়েছেন, চিকিৎসকরা তরিকুলকে পঙ্গু হাসপাতালে ভর্তির পরামর্শ দিলেও তারা এখনো সিদ্ধান্ত নেননি তরিকুলকে কোথায় ভর্তি করা হবে। ঢাকায় পৌঁছার পর এ বিষয়ে যথাযথ সিদ্ধান্ত নেওয়া হবে। যেখানে তরিকুলকে ভালো চিকিৎসা দেওয়া সম্ভব সেখানেই ভর্তি করার চেষ্টা করা হবে।
সূত্র: amadershomoy.com