বাংলাভূমি ডেস্ক ॥ সফল উদ্যোক্তাদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়, উদ্যোক্তা হওয়ার প্রতিবন্ধকতা ও উত্তরণের উপায়, পুঁজি সংগ্রহ ও ব্যবস্থাপনা, নেটওয়ার্কিং, ব্যবসা পরিকল্পনা ও বাস্তবায়ন ইত্যাদি বিষয়ে সেমিনার, মতবিনিময়, ব্যতিক্রমী উদ্যোক্তাদের নতুন পণ্য বা সেবা প্রদর্শনী ইত্যাদি সব আয়োজন থেকে প্রাপ্ত অভিজ্ঞতা নিজ নিজ ব্যবসায় কাজে লাগানোর প্রত্যয়ে সামাজিক উন্নয়ন সংস্থা টিম ইঞ্জিন লিমিটেডের আয়োজনে শেষ হলো ন্যাশনাল এন্টারপ্রেনার সামিট। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি ছিল ব্যতিক্রমি। সমাপনীতে সদ্য ব্যবসায়িক অঙ্গনে পা রাখা প্রতিশ্র“তিশীল ভবিষ্যৎ উদ্যোক্তারা মিলিত হলেন বাংলাদেশের পলিসি ম্যাকারদের সাথে।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফরেন ট্রেড ইন্সটিটিউটয়ের সিইও ড. মজিবুর রহমান, অতিরিক্ত কর কমিশনার এমএম ফজলুল হক আরিফ, এক্সিম ব্যাংক বোর্ড অব অডিটের চেয়ারম্যান নুরুল ফজল বুলবুল প্রমুখ। বাংলাদেশের পলিসি ম্যাকিংয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এসব মানুষের কাছে তাদের অনেক জিজ্ঞাসা। উদ্যোক্তারা কথা বলেন তাদের সমস্যা, সম্ভাবনা, প্রয়োজন নিয়ে। চট্টগ্রাম থেকে সম্মেলনে যোগ দিতে আসা উদ্যোক্তা ইকরামুল ইসলাম বলেন, অনেক অভিজ্ঞতা অর্জিত হল যা এবার কর্মক্ষেত্রে কাজে লাগাতে চাই।
আশা করি আমার উদ্যোগের সাফল্য দিয়ে নতুন নতুন কর্মসংস্থান তৈরির পাশাপাশি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে পারব। খুলনার উদ্যোক্তা শামিম আহমেদ বলেন, সহজ শর্তে আর্থিক সহায়তার যে আশ্বাস পেয়েছি তা আমার ব্যবসাকে আরও সামনে এগিয়ে নিয়ে যাবে। এ সম্মেলন আমাকে আশার আলো দেখিয়েছে। এভাবেই অনেক অনেক আশার আলো ও স্বপ্ন নিয়ে নিজ নিজ কর্মক্ষেত্রে ফিরে যাচ্ছেন নতুন প্রজন্মের হাজারও উদ্যমী তরুণ উদ্যোক্তা।