শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ভাই খুন

উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ভাই খুন

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর ভাষানটেক এলাকায় বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় উত্ত্যক্তকারীদের হাতে খুন হয়েছেন ভাই নাসির (২৫) নামে এক যুবক।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নাসির পূর্ব ভাষানটেক এলাকার পিল মোহাম্মদ কলনির মৃত মতিনের ছেলে।

নিহত নাসিরের বড় ভাই মোশারফ হোসেন বলেন, ছোট ভাই নাসির আমার সঙ্গে মাছের ব্যবসা করতেন। স্থানীয় বাবলু, কানা আলম ও মামুন আমার ছোট বোনকে প্রায়ই উত্ত্যক্ত করতো।

বৃহস্পতিবার বিকেলেও তারা আমার বোনকে উত্ত্যক্ত করলে নাসির এর প্রতিবাদ করে। এ নিয়ে তাদের সঙ্গে নাসিরের বাক-বিতণ্ডা হয়। এ ঘটনার জের ধারে শুক্রবার রাতে পশ্চিম ভাষানটেক এলাকায় উত্ত্যক্তকারীরা নাসিরকে একা পেয়ে জিআই পাইপ দিয়ে পিটিয়ে আহত করে।

পরে পরিবারের লোকজন খবর পেয়ে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়।