রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > উইয়োমিংয়ে ক্রুজের কাছে ধরাশায়ী ট্রাম্প

উইয়োমিংয়ে ক্রুজের কাছে ধরাশায়ী ট্রাম্প

শেয়ার করুন

বাংলাভূম২৪ ডেস্ক ॥

ঢাকা: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী টেড ক্রুজ উইয়োমিং অঙ্গরাজ্যে ডোনাল্ড ট্রাম্পকে সহজেই হারিয়ে দিলেন।
পশ্চিমাঞ্চলীয় ওই রাজ্যটিতে টেক্সাসের সিনেটর ক্রুজ ৬৬.৩ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিও ১৯.৫ শতাংশ পেয়ে দ্বিতীয় এবং মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকা ট্রাম্প মাত্র ৭.২ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।
এদিকে রাজধানী ওয়াশিংটনে রিপাবলিকান দলের প্রাইমারি ভোট অনুষ্ঠিত হয়েছে। তবে এখনো ফলাফল জানা যায়নি।
মঙ্গলবার প্রার্থিতা বাছাইয়ের লড়াইয়ে আরো বড়ো ধরনের চমক দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে। ওইদিন যুক্তরাষ্ট্রের ধনী রাজ্য হিসেবে পরিচিত ফ্লোরিডা, এলিনয়, মিসৌরি, নর্থ ক্যারোলিনা ও ওহিওতে রিপাবলিকান দলের প্রাথমিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।