রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > ঈদ ও পুজা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট ২৬-৩০ সেপ্টেম্বর

ঈদ ও পুজা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট ২৬-৩০ সেপ্টেম্বর

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: পবিত্র ঈদুল আযহা ও দূর্গাপুজা উপলক্ষে আগামী ২৬ থেকে ৩০ সেপ্টেম্বর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক।
সোমবার দুপুরে রেল ভবনের যমুনা কক্ষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, আগামী ২৬ থেকে ১ এবং ৩০ থেকে ৫ তারিখ পর্যন্ত ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি হবে। এছাড়াও ৩ থেকে ৮ তারিখ পর্যন্ত ট্রেনের ফিরতি টিকিট বিক্রি করা হবে।
ঈদুল আযহা ও দূর্গপুজা উপলক্ষে ৫ জোড়া স্পেশাল ট্রেনের ১৩০টি কোচের ব্যবস্থা করা হয়েছে। এ উপলক্ষে প্রতিদিন ২ লক্ষ ৫০ হাজার টিকিট বিক্রি হবে বলেও জানান তিনি।
ঈদ ও পূজার ছুটি প্রসঙ্গে মন্ত্রী বলেন, রেলের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে। এছাড়াও ট্রেনে কালো বাজারী টিকিট বিক্রি রোধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর পদক্ষেপ নেবে।
৫ জোড়া স্পেশাল ট্রেন যে রুটগুলোতে চলবে সেগুলো হচ্ছে- ঢাকা-দেওয়ানগঞ্জ ১ জোড়া, ঢাকা-চট্টগ্রাম ২ জোড়া, ঢাকা-খুলনা ১ জোড়া, ঢাকা-ময়মনসিংহ-কিশোরগঞ্জ রুটে ১ জোড়া।