শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > ঈদে চাঁদাবাজি ঠেকাতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

ঈদে চাঁদাবাজি ঠেকাতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু বেচাকেনায় চাঁদাবাজি ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ নির্দেশের কথা বলেন তিনি। আজ সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষে এক বৈঠক অনুষ্ঠিত হয়।
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে মন্ত্রী বলেন, মহাসড়কে যেন যানজটের সৃষ্টি না হয় এবং লঞ্চে অতিরিক্ত যাত্রী যেন না ওঠে সেদিকে খেয়াল রাখতে হবে। চামড়া পাচার ঠেকাতেও আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন তিনি।
বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধি, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।