বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > রাজনীতি > ইয়াবা সম্রাট বদির বিরুদ্ধে একজোট তৃণমূল আওয়ামী লীগ

ইয়াবা সম্রাট বদির বিরুদ্ধে একজোট তৃণমূল আওয়ামী লীগ

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
তৃণমূল আওয়ামী লীগের তোপের মুখে সংসদ সদস্য আবদুর রহমান বদি। মাদক-দুনীতিসহ ১২টি সুনির্দিষ্ট অভিযোগে তার বিরুদ্ধে কেন্দ্রে দেয়া হয়েছে চিঠি। জানানো হয়েছে মনোনয়ন না দেয়ার দাবি।

মিয়ানমার থেকে ইয়াবার চালান ঢোকে কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা টেকনাখ-উখিয়া রুটে। দেশের দক্ষিণ-পূর্বের এই অঞ্চল পরিচিত ইয়াবার জনপদ হিসেবে।

অভিযোগ আছে টেকনাখ-উখিয়াকে ইয়াবা রুট হিসেবে ব্যবহারের পেছনে আছেন কক্সবাজার-৪ আসনের দুই বারের সংসদ সদস্য আবদুর রহমান বদি ও তার পরিবারের সদস্যরা। আর এতে বিরক্ত নেতা-কর্মীদের অভিযোগ, সরকারের নানা উন্নয়ন প্রকল্প নিজের নামে প্রচারে ব্যবহার করছেন বর্তমান এমপি। আর এ ক্ষোভ থেকেই এখানে প্রার্থী হতে আগ্রহী, সাবেক এমপি মোহাম্মদ আলীসহ বেশ কজন।

তবে তৃণমূলের এসব অভিযোগ মানতে রাজি নন আব্দুর রহমান বদি। পাশাপাশি জানাচ্ছেন, এবারও দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী তিনি।

টেকনাফ শহরে ঢুকতেই অবৈধ বাসস্ট্যান্ড, ভাড়াচোড়া রাস্তা-ঘাট। পাশাপাশি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও রোহিঙ্গাদের বাড়তি চাপে হাপিয়ে উঠেছেন স্থানীয়রা।

ভোটের প্রস্তুতিতে এমপি বদিকে কেন্দ্র করে তৃণমূল আওয়ামী লীগ যখন বিভক্ত, তখন স্বস্তিতে বিএনপি। কারণ এ আসনে তাদের মনোনয়ন প্রত্যাশী একজনই।

স্থানীয়রা বলছে, উন্নয়নের পাশাপাশি মাদক চোরাচালান বন্ধে গ্রহণযোগ্য প্রতিশ্রুতি দেয়া প্রার্থীর পক্ষেই থাকবে ভোটারদের সমর্থন। ইনডিপেনডেন্ট