সোমবার , ১১ই নভেম্বর, ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > ইস্টার্ন সিডনি ইসলামিক ওয়েলফেয়ার সার্ভিসেসের (ইনক) ইফতার মাহফিল

ইস্টার্ন সিডনি ইসলামিক ওয়েলফেয়ার সার্ভিসেসের (ইনক) ইফতার মাহফিল

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
সিডনি (অস্ট্রেলিয়া): সিডনির ম্যাটরাভিল পাবলিক স্কুল হলে ইস্টার্ন সিডনি ইসলামিক ওয়েলফেয়ার সার্ভিসেসের (ইনক) ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

গত ২১ শে জুন রোববার এ ইফতার ও দোয়া মাহফিল হয়।

ইস্টার্ন সিডনি ইসলামিক সেন্টারের প্রথম পর্যায়ের রেনুভেশন সম্পন্ন ব্যবহারের জন্য কাউন্সিল থেকে অনুমোদন প্রাপ্তি এবং শুভ উদ্বোধন উপলক্ষ্যে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিসহ অস্ট্রেলিয়া সরকারের তিন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এদের মধ্যে অন্যতম অস্ট্রেলিয়া ফেডারেল পার্লামেন্ট মেম্বার ম্যাটথিসউয়েট, নিউ সাউথ ওয়েলস স্টেট পার্লামেন্ট মেম্বার (মারুবরা) মাইকেল ডেলি, নিউ সাউথ ওয়েলস স্টেট পার্লামেন্ট মেম্বার (হেফফরন) রন হয়েনং, বোটানি বে সিটি কাউন্সিলের মেয়র বেনকেওয়ালি এবং কাউন্সিলর ব্রায়ান ট্রয়।

বিকেল ৪টা ১৫ মিনিটে আলোচনা পর্বের মধ্যদিয়ে অনুষ্ঠান শুভ সূচনা করা হয়। প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শুরেলা ছোট্টমনি রাজিত।

আলোচনায় অংশগ্রহণ করেন, শেখ শহীদুর রহমান ও ব্যারিস্টারসালাহ উদ্দীন।

শেখ শহীদুর রহমান বলেন, ‘আশির দশক থেকে (১৯৮০) স্বপ্নের ইস্টার্ন সিডনি ইসলামিক সেন্টার বাস্তবায়নে যেসব বাংলাদেশি কীর্তিমান মানুষ নিরলসভাবে কাজ করে আসছেন, বিশেষ করে ব্যারিস্টার সালাহ উদ্দীন, ড. মোখলেছুর রহমান, ড. ফকর উদ্দীন ওগামা আবদুল কাদের। তাদের আন্তরিক অভিবাদন ও কৃতজ্ঞতা জানাই। তাদের পরিশ্রম এবং আজ তার সফল বাস্তবায়ন স্মরণীয় হয়ে থাকবে বলে তিনি ব্ক্তব্যে উল্লেখ করেন।

এরপর ব্যারিস্টার সালাহ উদ্দীন বাংলাদেশি কমিউনিটি এবং উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানিয়ে ইস্টার্ন সিডনি ইসলামিক সেন্টারের শুভ উদ্বোধন ঘোষণা করেন। তিনি ইফতারের আগে বিশেষ মোনাজাতে পরম করুণাময় মহান আল্লাহর কাছে শোকর গোজার করে মুসলিম উম্মাহর জন্য শান্তি কামনা করেন। এরপর মাগরিবের নামাজের ইমামতি করেন নাজমূল হোসেন।

ইফতার এবং নামাজের পর আমন্ত্রিত অতিথিরা পর্যায়ক্রমে ব্ক্তব্য দেন। তারা বাংলাদেশ কমিউনিটির ভূয়সী প্রশংসা করেন এবং ইস্টার্ন সিডনি ইসলামিক সেন্টারের জন্য স্থানীয় সরকারের ফান্ড থেকে ৫০ হাজার ডলার অনুদানের কথা ঘোষণা করেন। তারা বাংলাদেশি কমিউনিটিকে সকল প্রকার সহযোগিতারও আশ্বাস দেন।

এ অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মী, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি, শুভাকাঙ্ক্ষিসহ, মিডিয়া কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদের মধ্যে সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আহসান ফারায়েজী, বর্তমান সাধারণ সম্পাদক আজাদুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী, কমিউনিটি ও সামাজিক ব্যক্তিত্ব আবদুল হক, মোহাম্মদ কাইয়ুম, ড. গোলাম আলী, আবদুল হালিম, ড. গোলাম হোসেন, এস পাটওয়ারী, মোহাম্মদ মহসিন, ইমতিয়াজ সিদ্দিকী, বাংলা বার্তার প্রধান সম্পাদক মোহাম্মেদ আসলাম মোল্লাহ এবং বিদেশবাংলা২৪ ডটকম ও এবিসি বাংলাডটনেট এর সম্পাদক মোহাম্মেদ আবদুল মতিনসহ সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা।

অবশেষে রাতের ডিনারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।