বাংলাভূমি ডেস্ক ॥
নির্বাচন কমিশনে (ইসি) সরকারের কিছু চাটুকার বসে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির মেয়র প্রার্থী হয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে হেরে যাওয়া প্রকৌশলী ইশরাক হোসেন।
মঙ্গলবার বিকেলে ঢাকা-১০ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ রবিউল আলম রবির নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।
ইশরাক বলেন, ‘বাংলাদেশে নির্বাচনী ব্যবস্থা ও নির্বাচন কমিশন বলে কিছু নেই। ইসিতে সরকারের কিছু চাটুকার বসে আছেন। একজন কমিশন মাঝে মাঝে সাহসী কথা বলেন, যা যথেষ্ট নয়।’
তিনি বলেন, ‘নির্বাচনের দিন একটা লিস্ট ধরিয়ে দিয়ে বলবেন, এটা ঘোষণা করেন। সেরকম জঘন্য একটা রাষ্ট্রে বাস করছি।’
‘এ থেকে উত্তরণে মহান স্বাধীনতার ঘোষকের দল বিএনপির ওপর দায়িত্ব রয়েছে। তাই সবাই ঐক্যবদ্ধ হয়ে অন্তত নির্বাচনী ব্যবস্থার একটা স্থায়ী সমাধান করি, যাতে পাঁচ বছর পরপর একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়’,- যোগ করেন ইশরাক।