শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > ইসলামে জঙ্গিবাদের কোনো স্থান নেই

ইসলামে জঙ্গিবাদের কোনো স্থান নেই

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ইসলাম মহান ধর্ম, শান্তির ধর্মে জঙ্গিবাদের কোনো স্থান নেই। ধর্মপ্রাণ মানুষকে ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে একটি দল দেশে জঙ্গিবাদের উত্থান ঘটিয়ে দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল। বর্তমান সরকার ক্ষমতায় এসে প্রথমেই দেশ থেকে জঙ্গিবাদ বিতাড়িত করে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন।

শনিবার বাদ জোহর পিরোজপুরের স্বরূপকাঠির ছারছীনা দরবার শরীফে এক মাহফিলে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশ স্বাধীন হবার পরপরই বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশন, টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা ময়দান, মাদরাসা শিক্ষাবোর্ড স্থাপনসহ অসংখ্য মসজিদ ও মক্তব গড়ে তুলেছেন। আর সে পথ ধরেই বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে সকল ধরনের শিক্ষা প্রসারে ব্যাপক উন্নয়ন তরান্বিত করে যাচ্ছেন।

দেশের ইসলামী শিক্ষার অন্যতম প্রাণকেন্দ্র হযরত নেছার উদ্দিন (রঃ) এর প্রতিষ্ঠিত ছারছীনা মাদ্রাসার তিন দিন ব্যাপী বার্ষিক মাহফিল ও বাংলাদেশ জমিয়াতে হিযবুল্লাহ সম্মেলনের আখেরী মোনাজাতে কয়েক লাখ ধর্মপ্রান মানুষ অংশ নেয়।