সোমবার , ১১ই নভেম্বর, ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > খেলা > ইসলামাবাদের বোলিং কোচ ওয়াকার ইউনুস

ইসলামাবাদের বোলিং কোচ ওয়াকার ইউনুস

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥

মুলতান্স সুলতান্সের হেড কোচের দায়িত্ব নেয়ার কথা ছিল ওয়াকার ইউনুসের। পিএসএলের নতুন ফ্রাঞ্চাইজিতে হওয়ার কথা ছিল টু-ডব্লিউর (ওয়াকার-ওয়াসিম) পুনর্মিলন। কিন্তু শেষ পর্যন্ত ওয়াকার ইউনুস আর গেলেন না। ফ্রাঞ্চাইজি কর্তৃপক্ষের সঙ্গে বনিবনা হলো না তার। তবে, পিএসএলে নতুন দায়িত্ব পেয়েছেন ওয়াকার। ইসলামাবাদ ইউনাইটেডের বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।

পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের দু’বার প্রধান কোচের দায়িত্ব পালন করেন ওয়াকার ইউনুস। তবে পিএসএলের প্রথম দুই আসরে কোনো ফ্রাঞ্চাইজি তার অভিজ্ঞতাকে কাজে লাগায়নি। এবার তিনি ইসলামাবাদ ইউনাইটেডের শুধু কোচই নন, দায়িত্ব পালণ করবেন ক্রিকেট ডিরেক্টরেরও। এই দায়িত্বটি এর আগে পালন করেছেন ওয়াসিম আকরাম।

ওয়াকার ইউনুসের নিয়োগের ঘোষণাটি এক সঙ্গে দিয়েছেন ইসলামাবাদ ইউনাইটেডের মালিক আলি নাকভি এবং অধিনায়ক মিসবাহ-উল হক। এ সময় মিসবাহ বলেন, ‘একজন অধিনায়ক যদি তিনি ব্যাটসম্যান হন তাহলে তার জন্য অনেক বেশি সুবিধা হয়ে দাঁড়ায় যদি কোচ হিসেবে একজন পেস বোলারকে পেয়ে যান। একই সঙ্গে তার ওপর যদি সবার আস্থা থাকে এবং স্থানীয় ও বিদেশী ক্রিকেটারদের সম্মান আদায় করতে পারেন, তাহলে তো কথাই নেই। ওয়াকার ভাইয়ের সঙ্গে আগেও কাজ করেছি। আমি মনে করি, তার নিয়োগ ইসলামাবাদ ইউনাইটেডের জন্য দারুণ একটি বিষয়। এ ক্ষেত্রে আমাদের বোলাররা দারুণ উপকার পাবে। একই সঙ্গে আমাদের ড্রেসিং রুমও দুর্দান্ত হয়ে উঠবে।’

ওই সময় ওয়াকার ইউনুস ছিলেন। তিনি বলেন, ‘মিসবাহ এবং আমি- একে অন্যের ওপর দারুণ আস্থাবান। একে অপরকে আমরা অনেক সহযোগিতা করি। আশা করি সামনের দিনগুলোতেও আমরা একইভাবে এগিয়ে যেতে পারবো।’