বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > আন্তর্জাতিক > ‘ইসরায়েল ফিলিস্তিনিদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের ঘটনাকে ধামাচাপা দিতে পারবে না’

‘ইসরায়েল ফিলিস্তিনিদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের ঘটনাকে ধামাচাপা দিতে পারবে না’

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক ॥
১৭ জন নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে এর অপযুক্তি দিচ্ছে দখলদার ইসরাইলি বাহিনী। বরাবরের মতো তারা নিহতদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ করছে। তবে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বলছে, কয়েকজন বিক্ষোভকারীর বিরুদ্ধে পাথর ছোড়ার অভিযোগ এনে ইসরাইল তার প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের ঘটনাকে ধামাচাপা দিতে পারবে না।

ওয়াশিংটনভিত্তিক সংস্থাটি জানায়, বিক্ষোভকারীদের ওপর আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ এমন অস্ত্র ব্যবহার করেছে ইসরাইলি বাহিনী। তাদের গুলিতে ১৭ ফিলিস্তিনি নিহতের ঘটনাকে বেদনাদায়ক বলে উল্লেখ করেছে এইচআরডব্লিউ।

নিজেদের হারানো বসতিতে ফিরতে ফিলিস্তিনিরা শুক্রবার থেকে ‘ঘরে ফেরার পদযাত্রা’ বা মার্চ ফর রিটার্ন কর্মসূচি শুরু করেছে। এই বিক্ষোভ ঠেকাতে সীমান্তে ১০০ স্নাইপারসহ ভারী অস্ত্রসমৃদ্ধ সেনাসদস্যদের মোতায়েন করেছে ইসরাইল। দখলদার বাহিনী ফিলিস্তিনি বিক্ষোভকারীদের লক্ষ্য করে কামানের গোলাবর্ষণ করছে। পাশাপাশি ড্রোন বিমান দিয়ে কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে।
ফিলিস্তিনিরা ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ করেছেন। তারা বলছেন, শান্তিপূর্ণ বিক্ষোভ করা সত্ত্বেও তাদের ওপর সরাসরি গুলি করা হচ্ছে। ১৯৭৬ সালের ৩০ মার্চ নিজেদের ভিটেমাটি ফিরে পাওয়ার দাবিতে বিক্ষোভ করলে ছয় নিরস্ত্র আরবকে হত্যা করেছিল ইসরাইলিরা। ফিলিস্তিনিরা তখন থেকে দিনটিকে ভূমি দিবস হিসেবে পালন করে আসছেন। খবর: আল জাজিরা