রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > আন্তর্জাতিক > ইসরাইলকে ফিলিস্তিনের ভূমি দখলের পরিকল্পনা বাদ দিতে বললেন ফ্রান্স

ইসরাইলকে ফিলিস্তিনের ভূমি দখলের পরিকল্পনা বাদ দিতে বললেন ফ্রান্স

শেয়ার করুন

অনলাইন ডেস্ক ॥
ফিলিস্তিনের পশ্চিম তীর এবং জর্দান উপত্যকা সংযুক্ত করার পরিকল্পনা ইসরাইলকে বাদ দেয়ার আহ্বান জানিয়েছে ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

ফ্রান্স প্রেসিডেন্ট ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু’র প্রতি এ আহ্বান জানিয়েছেন বলে জানিয়েছেন খবর আলজাজিরার।

নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে আলাপকালে ফরাসি প্রেসিডেন্ট বলেন, ইসরাইলের এ উদ্যোগের ফলে আন্তর্জাতিক আইন লংঘিত হবে এবং দুই রাষ্ট্রভিত্তিক ফিলিস্তিন সমস্যার সমাধানের পথ বন্ধ হয়ে যাবে।

নেতানিয়াহুর দাবি, তিনি আন্তর্জাতিক আইন অনুসারে ফিলিস্তিনের ভূখণ্ড সংযুক্ত করতে চলেছেন।