শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > তথ্যপ্রযুক্তি > ইশারায় নিয়ন্ত্রণ হবে পিসি

ইশারায় নিয়ন্ত্রণ হবে পিসি

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ ‘লিপ মোশন’ নামের একটি কোম্পানি এমন এক ছোট্ট ডিভাইস আনতে যাচ্ছে যার মাধ্যমে আপনি আপনার পিসিকে শুধু আঙ্গুলের ইশারায় ব্যবহার করতে পারবেন। অনেকদিন ধরেই পিসির সঙ্গে মানুষের ইন্ট্যার‌্যাকশন কিভাবে আরও উন্নত করা যায় সেটা নিয়ে গবেষণা চলছে। চেষ্টা করা হচ্ছে বাস্তবে মানুষ যেভাবে কাজ ও চিন্তা করে ক¤িপউটারের মাধ্যমেও যেন ঠিক সেভাবে কাজ করতে পারে। যেমন এখন কোন আইকনে কিক করার জন্য মাউস পয়েন্টার মাউসের মাধ্যম আইকনের উপর নিয়ে গিয়ে এরপর মাউস কিক করতে হয়। কিন্তু আসলে এমন ব্যবস্থা হওয়া উচিত যেন মানুষ ইশারা বা ¯পর্শ বা কমান্ড করলেই তাতে কাজ হয়। এর ফলেই আমরা এখন টাচস্ক্রিন মনিটর দেখতে পাচ্ছি, গেম খেলার জন্য কাইনেক্ট-এর মতো ডিভাইস পেয়েছি। কিন্তু লিপ মোশন চিন্তা করেছে একটু ভিন্নভাবে। তাদের মতে, কেন স্ক্রিনে টাচ করতে হবে? হাত দিয়ে ইশারা করলেই তাতে কাজ করা উচিত এবং সেটাই স্বাভাবিক। এ কথা চিন্তা করেই মানুষের সঙ্গে পিসির ইন্টার‌্যাকশন আরও সাবলীল করার জন্য ম্যাক ও উইন্ডোজের জন্য লিপ মোশন একটা ছোট্ট ডিভাইস বাজারে আনতে যাচ্ছে যার নাম ‘লিপ মোশন কন্ট্রোলার’।
লিপ মোশন কন্ট্রোলার আসলে একটি ছোট ইউএসবি ডিভাইস যা পিসির সামনে স্থাপন করতে হবে। এতে দুটি ক্যামেরা ও তিনটি ইনফ্রারেড সেন্সর রয়েছে যা আপনার হাত ও আঙ্গুলের মুভমেন্ট শনাক্ত করতে পারে। এটি চালু করার পর আপনি হাত ও আঙ্গুলের ইশারাতেই ক¤িপউটারের সব কাজ করতে পারবেন। লিপ মোশন কন্ট্রোলার আপনার হাত ও আঙ্গুলের অবস্থান শনাক্ত করে সেই সংক্রান্ত নির্দেশ ক¤িপউটারে পাঠিয়ে দেয়। মূলত মাউসের মাধ্যমে আপনি যা যা কাজ করতেন লিপ মোশন কন্ট্রোলারের মাধ্যমেও ঠিক সেগুলোই করতে পারবেন। তবে আরও ভালোভাবে এবং কোনো কিছু ¯পর্শ করা ছাড়াই। এর মাধ্যেম আপনি খুব সহজেই পিসি নিয়ন্ত্রণ করতে পারবেন, গেম খেলতে পারবেন, ওয়েব ব্রাউজ করতে পারবেন, থ্রিডি মডেলিং নিয়ে কাজ করলেও সেটা খুব ভালোভাবে করতে পারবেন। আর কেউ যদি মোশন নিয়ে কাজ করতে চায় তাহলে তো কোনো কথাই নেই। এখন প্রশ্ন হল, এ আর নতুন কি? কাইনেক্ট দিয়েও তো এ কাজ করা যায়। কিন্তু কাইনেক্ট ডিজাইন করা হয়েছে আপনার পুরো বডি মুভমেন্ট ও পারিপার্শ্বিক অবস্থা নির্ণয় করার জন্য। কিন্ত লিপ মোশন ডিজাইন করা হয়েছে আপনার হাত ও আঙ্গুলের মুভমেন্ট শনাক্ত করার জন্য। কাইনেক্টকে যেমন গেম খেলার জন্য বিশেষভাবে বানানো হয়েছে ঠিক তেমনি লিপ মোশনকে বানানো হয়েছে হাতের ইশারায় ক¤িপউটার নিয়ন্ত্রণের জন্য। এছাড়া কাইনেক্ট এর দামও অনেক। লিপ মোশন এরই মধ্যে প্রচুর ডিভাইস একদম বিনামূল্যে তার ডেভেলপারদের মধ্যে বিশেষায়িত অ্যাপস তৈরির জন্য বিতরণ করেছে। আর প্রি-অর্ডার অনুসারে সাধারণ ব্যবহারকারীদের মধ্যে লিপ মোশন কন্ট্রোলার বিতরণ শুরু হবে ২৩ জুলাই।