শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > জাতীয় > ইশতেহারে যুদ্ধাপরাধীদের পক্ষ অবলম্বন করেছে বিএনপি: নানক

ইশতেহারে যুদ্ধাপরাধীদের পক্ষ অবলম্বন করেছে বিএনপি: নানক

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
বিএনপির ইশতেহারে যুদ্ধাপরাধীদের বিচারের কথা না থাকায় তারা যুদ্ধাপরাধীদের পক্ষ অবলম্বন করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।

বুধবার দুপুরে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নানক বলেন, বিএনপি তাদের ইশতেহারে যুদ্ধাপরাধীদের বিচারের কথা না বলে তাদের পক্ষ অবলম্বন করেছে। এটি স্বাধীনতার চেতনার ওপর চরম আঘাত।

তারা এ ইশতেহারের মাধ্যমে তাদের বৈধতা দিয়েছে। তাদের এ ইশতেহার রাজাকার-যুদ্ধাপরাধী ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা দেয়ার ইশতেহার বলেন তিনি।

নানক বলেন, ইশতেহারে তারা সন্ত্রাস-দুর্নীতি, অর্থপাচার বন্ধের কথা বলেছে। কিন্তু তারা যখন ক্ষমতায় ছিল, তখন তারেক-কোকো অর্থপাচার করেছে। তাদের মুখে এ ধরনের কথা হাস্যকর। জনগণ তাদের এ ইশতেহার ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে।