বাংলাভূমি ডেস্ক ॥
দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ইরানের একটি পুলিশ স্টেশনের সামনে মঙ্গলবার দুটি বোমার বিস্ফোরণ ঘটে। এতে তিন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।
জইশ আল আদল নামে একটি সুন্নি মুসলমান গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেছে। তারা বলেন, দুটি শক্তিশালী বোমা দিয়ে তারা পুলিশ স্টেশনকে লক্ষ্যবস্তু বানিয়েছেন। এতে পুলিশের একটি গাড়ি ও মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে।
সিস্টান-বেলুচিস্তানের পুলিশপ্রধান মোহাম্মদ খানবারি বরাতে বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, প্রথম বিস্ফোরণটি ঘটে একটি গ্রেনেডের আঘাতে।
এ ছাড়া রাস্তায় সন্দেহজনক বস্তুর একটি প্যাকেট পাওয়া গেছে। বোমা অপসারণ ইউনিট এসে সেটিকে নিষ্ক্রিয় করে দেয়ার আগে বিস্ফোরণ ঘটে। এতে তিন পুলিশ কর্মকর্তা আহত হন।
সিস্টান-বেলুচিস্তান প্রদেশের রাজধানী জাহেদানে সশস্ত্র মাদককারবারি ও সুন্নি মুসলমান বিদ্রোহীদের সঙ্গে পুলিশের প্রায় সংঘর্ষের ঘটনা ঘটে। প্রদেশটি সুন্নি মুসলমান বেলুচিসরাই সংখ্যাগরিষ্ঠ।
গত বছরের অক্টোবরে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যসহ নিরাপত্তা বাহিনীর ১০ সদস্যকে অপহরণের দায় স্বীকার করে জইশ-ই-আদল। তাদের অনেকেই এখনও আটক রয়েছেন।
প্রদেশটিতে সুন্নি মুসলমানদের ওপর ইরানি রাষ্ট্রের নিপীড়নের বিরুদ্ধে লড়াই করার দাবি জানিয়েছে জইশ-ই-আদল।