ঢাকা: ইমনের যেন শুধুই অপেক্ষার পালা। কারণ বেশ কিছু বিচ্ছিন্ন কাজের পর যখন খানিকটা নিজের ম্যাচিউরড ছবিগুলো করলেন, তখনই নানান জটিলতা আর মন্দা সময়ের জন্যই ছবিগুলো রিলিজ হচ্ছে না। এই আক্ষেপটা তাই ইমনের ভেতরে বেশ।
এ ছাড়াও নিজের চলচ্চিত্রের ক্ষেত্রেও এখন বেশ সাবধানী হয়ে পথ এগোচ্ছেন। তরুণ অভিনেতাদের ভেতরে অনেকেই সাইনিং হিরো হিসেবে বেশ ক’টি ছবি করে মাঝপথে আটকে থাকলেও ইমনের সেই রেকর্ড নেই।
ইমনের কথায়, চলচ্চিত্রের পথে নিবিষ্ট হয়ে কাজ করছি। আমার বিশ্বাস চাষী নজরুল ইসলাম, স্বপন আহমেদসহ আগামীর বেশ কটি ছবি রিলিজ হলেই আমাকে দর্শকদের কাছে নিজেকে স্থায়ী এক অবস্থানে আসতে পারব।’
এ ছাড়া এখন নবাগত অনেক অভিনেতাকে নিয়ে কিছু প্রযোজনা প্রতিষ্ঠানের ফিক্সড অভিনেতা হিসেবে কাজ করছেন। এতে কোনো বাড়তি সুবিধা আছে কি না জানতে চাইলে ইমন বলেন, ‘আমার কাছে মনে হয় এমন পেইড অ্যাক্টর বা অ্যাসাইনমেন্ট অ্যাক্টর হয়ে ক্যারিয়ারের কিছু হয় না। আমি স্বাধীনভাবে কাজ করতে পারি। একজন অভিনেতার জন্য এটাই সবচেয়ে বেশি জরুরি।
এখন আমাকে যদি ভালো একটি গল্পের ছবিতে সাইন করতে হলে কারো কাছ থেকে অনুমতি নিতে হয়, তার চেয়ে অন্য যেকোনো চাকরি করা অনেক ভালো। সৃজনশীল কাজ করতে এসে এইরকম চুক্তিভিত্তিক নিয়োগ হওয়ার কোনো মানে নেই।’ তবে এত হিসাব-নিকাশের ভেতরে ভালো ছবিগুলোর ফলাফলের অপেক্ষায় এখন দিন গুনছেন ইমন।