শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > ইতিহাস গড়লেন মিরাজ

ইতিহাস গড়লেন মিরাজ

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥

ঢাকা: ইতিহাস গড়লেন মেহেদি হাসান মিরাজ। মঙ্গলবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে এ কীর্তি গড়েন বাংলাদেশ দলের অধিনায়ক। যুব বিশ্বকাপের খেলায় নামিবিয়ার ক্রিকেটার ওয়ারেন ভন ইয়াককে সাজঘরে ফিরিয়ে যুব আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট শিকারী বনে যান মিরাজ। তিনি পেছনে ফেলেন পাকিস্তানের ইমাদ ওয়াসিমকে।

এর আগে পাকিস্তানের স্পিনার ইমাদ ওয়াসিম ছিল অনূর্ধ্ব-১৯ দলের মধ্যে সর্বাধিক উইকেটের মালিক। ২০০৫ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দলে হয়ে ৪৯ ম্যাচ খেলেছেন ইমাদ। ঝুলিতে জমা করেন ৭৩ উইকেট।

দীর্ঘ ৮ বছর ধরে যুব ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট শিকারী বোলার হিসেবে এই রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন ইমাদ। পাকিস্তানের এই স্পিনারের রেকর্ডটি ভেঙে নতুন রেকর্ড গড়লেন মিরাজ। বতর্মানে মেহেদী হাসান মিরাজের উইকেট সংখ্যা ৭৪। তিনি খেলেছেন ৫৩টি ওয়ানডে।

উল্লেখ্য, নামিবিয়ার বিপক্ষে বোলিং করেছেন ৭.৫ ওভার। ১২ রান খরচায় তুলে নিয়েছেন দুটি উইকেট।