শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > ইজতেমায় মুসল্লির মৃত্যু

ইজতেমায় মুসল্লির মৃত্যু

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ টঙ্গীর জোড় ইজতেমার ময়দানে যোগ দিতে আসা মো. সামসুল হক (৭০) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে।
শুক্রবার মধ্য রাতে টঙ্গি সরকারি হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। রলঃবসধ ইজতেমায় মুসল্লির মৃত্যু
ইজতেমা ময়দানের মুরুব্বি মো. গিয়াস উদ্দিন জানান, সামসুল হক ওরফে সামসুদ্দিন শুক্রবার মধ্য রাতে হঠাৎ অসুস্থবোধ করেন। পরে টঙ্গী সরকারি হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন। বাদ ফজর ইজতেমা ময়দানে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
টঙ্গী হাসপাতালের আবাসিক চিকিৎসক মাহবুবুর রহমান চৌধুরী জানান, শুক্রবার রাত সোয়া ১২টার দিকে ওই মুসল্লিকে মৃতাবস্থায় হাসপাতালে আনা হয়। হাসপাতালের রেজিস্টারে মৃত সামসুল হক, ঢাকার পশ্চিম রাজারবাগ এলাকার বাসিন্দা বলে উল্লেখ রয়েছে।
উল্লেখ্য, শুক্রবার থেকে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হয়। দেশ-বিদেশের হাজার হাজার মুসল্লি টঙ্গীর ওই জোড় ইজতেমায় যোগ দিয়েছেন। মঙ্গলবার বাদ জোহর শেষ হবে। প্রতি বছর বিশ্বইজতেমার ৪০ দিন আগে পাঁচ দিনের এ জোড় ইজতেমা অনুষ্ঠিত হয়।