রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > ইউএস ওপেন জিতলেন নাদাল

ইউএস ওপেন জিতলেন নাদাল

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥ শুধু ক্লে-কোর্টে নয়, হার্ড-কোর্টেও নিজের রাজত্ব অটুট রাখলেন স্পানিয়ার্ড টেনিস তারকা রাফায়েল নাদাল। সোমবার ইউএস ওপেনের ফাইনালে বর্তমানে পুরুষদের সেরা দুই মহারথী-এক নম্বর তারকা নোভাক জোকোভিচ ও দুই নম্বর তারকা রাফায়েল নাদালের মধ্যকার লড়াইয়ে শেষ হাসিটা হাসলেন নাদালই। কোর্টে তার ২ ঘণ্টা ২১ মিনিটের অবিশ্বাস্য ক্ষিপ্রতা, টপস্পিনের কাছে হার মানলেন অধুনা বিশ্বের এক নম্বর নোভাক জকোভিচ। জোকোভিচকে ৬-২, ৩-৬, ৬-৪, ৬-১ গেমে পরাজিত করে ইউএস ওপেনের দ্বিতীয় শিরোপা জিতলেন নাদাল। ২০১০ সালে এই জোকোভিচকেই হারিয়ে টুর্নামেন্টের প্রথম শিরোপা জিতেছিলেন এই স্প্যানিয়ার্ড। এই ট্রফি দিয়ে নাদালের মুকুটে যুক্ত হল ১৩টি গ্র্যান্ড ¯¬ামের পালক। গ্রান্ড স্লামের শিরোপা জয়ে এখন তার আগে আছেন মাত্র দু’জন। আর একটিমাত্র শিরোপা জিতলেই তিনি ছুঁয়ে ফেলবেন পিট সাম্প্রাসকে (১৪)। তবে পুরুষদের এককে সর্বকালের সেরাদের একজন সুইস তারকা রজার ফেদেরারকে (১৭) ছুঁতে এখনও তার দরকার চারটি শিরোপা।