শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > জাতীয় > ইউএনও ওয়াহিদার বাবা ঢাকার নিউরোসায়েন্সেস হাসপাতালে

ইউএনও ওয়াহিদার বাবা ঢাকার নিউরোসায়েন্সেস হাসপাতালে

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
দিনাজপুর: ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখকে (৬৫) রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় নিউরোসায়েন্সেস হাসপাতালে নেয়া হয়েছে।

আজ রোববার সকাল ৯টার দিকে তাকে সড়কপথে অ্যাম্বুলেন্সে ঢাকার জাতীয় নিউরোসায়েন্সেস হাসপাতালে নেয়া হয়।

এর আগে গতকাল শনিবার রাত ১০টার দিকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে সড়কপথে অ্যাম্বুলেন্সে পাঠানো হয় মুক্তিযোদ্ধা ওমর আলী শেখকে। জেলা প্রশাসনের সহযোগিতায় চিকিৎসকের পরামর্শে ওমর আলী শেখকে ঢাকায় পাঠানো হয়।

রংপুর মেডিকেল কলেজের পরিচালক ডা. ফরিদ উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

রংপুর মেডিকেল হাসপাতাল সূত্র জানায়, ইউএনও ওয়াহিদা খানমের পিতা ওমর আলী শেখের শরীরের একাংশ অকার্যকর হওয়ায় চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। তাই তাকে ঢাকায় জাতীয় নিউরোসায়েন্সেস হাসপাতালে পাঠানো হয়।

প্রসঙ্গত গত বুধবার দিবাগত রাত ৩টার দিকে দুর্বৃত্তরা ঘোড়াঘাট উপজেলা পরিষদ চত্বরে ইউএনও ওয়াহিদা খানমের সরকারি বাসভবনে প্রবেশ করে দুর্বৃত্তরা। তারা ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী শেখকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে।