শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > ইইউ’র কাছেও ভোট জালিয়াতির বিশ্বাসযোগ্য রিপোর্ট রয়েছে

ইইউ’র কাছেও ভোট জালিয়াতির বিশ্বাসযোগ্য রিপোর্ট রয়েছে

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ব্রাসেলস: বাংলাদেশে তিন সিটি নির্বাচনে ভোট জালিয়াতি ও সহিংসতার বিশ্বাসযোগ্য রিপোর্ট পেয়েছে ইউরোপীয় ইউনিয়নও।

বুধবার রাতে ইউরোপীয় ইউনিয়নের মুখপাত্র এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন।

এর আগে ঢাকা ও চট্টগ্রামের সিটি নির্বাচন বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়গুলো বিবৃতি দিয়ে বলেছে- সিটি নির্বাচনে ভোট জালিয়াতি ও সহিংসতা হয়েছে।

ইউরোপীয় ইউনিয়ন তার বিবৃতিতে বলেছে- ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনে ভোটারদের পছন্দমতো ভোটদানের সুযোগ দেয়া হয়নি। যদিও আন্তর্জাতিক সম্প্রদায়গুলো শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচনের দাবি জানিয়ে আসছিল।

একইসঙ্গে নির্বাচনের সকল অনিয়ম ও সহিংসতার পুঙ্খানুপুঙ্খ তদন্তেরও দাবি জানিয়েছে ইইউ।

বিবৃতিতে ইইউ আশা প্রকাশ করে রাজনৈতিক দলগুলো সকল প্রকার সহিংসতা, চলমান রাজনৈতিক অস্থিরতা পরিহার করে একটি শক্তিশালী গণতন্ত্রের জন্য গঠনমূলক রাজনৈতিক আচরণ করবে।