বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > খেলা > ইংল্যান্ডে চিরচেনা দ্রগবা

ইংল্যান্ডে চিরচেনা দ্রগবা

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥ ফুটবলে তার নাম-যশটা ইংলিশ প্রিমিয়ার লীগে খেলে খেলেই। গত মওসুম লন্ডন জায়ান্ট চেলসি ছেড়ে চীনে পাড়ি দিলেও অল-ব্লুদের আগে এনে দেন চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা। আর এবারের প্রাক-মওসুম সফরে নতুন দলের সঙ্গে পুরানো মাটিকে দেখালেন নিজের চিরচেনা ফুটবল। ইংল্যান্ডে মঙ্গলবার নটস কাউন্টির সঙ্গে প্রীতি ম্যাচে মাঠে নামে তুরস্ক জায়ান্ট গালাতাসারে। এতে গালাতাসারে জার্সিতে খেলতে নামেন ৩৫ বছরের দিদিয়ের দ্রগবা। আর দ্বিতীয়ার্ধে দলে সুযোগ পেয়ে ইংলিশ দর্শকদের গোল সাফল্য দেখালেন এ আইভরিয়ানও। গত মওসুমে জানুয়ারির দ্বিতীয় দলবদলে চীন থেকে তুরস্কে উড়ে যান আইভরি কোস্ট ফুটবলার দ্রগবা। গালাতাসারে কোচ ফাতিহ টেরিম দলে শক্তি বাড়াতে ধারে উড়িয়ে নেন দ্রগবা ও নেদারল্যান্ডস প্লে মেকার ওয়েসলি স্নেইডারকে। এতে গত মওসুমের দ্বিতীয় অর্ধেকটায় গালাতাসারে দেখায় আলাদা ফুটবল। মঙ্গলবার ইংল্যান্ডের নটসে দ্রগবা গোল পান দ্বিতীয়ার্ধের শুরুতে। আর খেলা শেষের আগ মুহূর্তে গোল নিয়ে উৎসব করেন স্নেইডারও। পর্তুগিজ তারকা কোচ হোসে মরিনহো দ্রগবাকে প্রিমিয়ার লীগ জায়ান্ট চেলসিতে উড়িয়ে নিয়েছিলেন ২০০৪ মওসুমে। এখানে টানা আট বছরের ক্যারিয়ারে ব্লু জার্সি গায়ে তিনবার প্রিমিয়ার লীগ শিরোপা ও ৫বার এফএ কাপও হাতে তোলেন দ্রগবা।