শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > রাজনীতি > আ.লীগের মঙ্গল শোভাযাত্রা বাতিল

আ.লীগের মঙ্গল শোভাযাত্রা বাতিল

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
জনগণের ভোগান্তির কথা মাথায় রেখে এবছর মঙ্গল শোভাযাত্রা বাতিল করেছেন ক্ষমতাসীন আওয়ামীলীগ। ১৩ এপ্রিল বৃহস্পতিবার ধানমন্ডিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

তিনি বলেন, জনগণের যাতে ভোগান্তি পোহাতে না হয়, সেজন্য শোভাযাত্রা বাতিল করা হয়েছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে শোভাযাত্রা না করার এই সিদ্ধান্ত হয়। বুধবার দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ওই বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

উল্লেখ্য, ঢাকা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবছর পহেলা বৈশাখে পুরান ঢাকা থেকে শোভাযাত্রার আয়োজন করা হচ্ছিল এতদিন, যেখানে দলের কেন্দ্রীয় নেতারাও অংশ নিতেন।

চারুপীঠ নামের একটি সংগঠন ১৯৮৫ সালে যশোরে প্রথমবারের মতো নববর্ষের উৎসবে পাপেট ও মুখোশ নিয়ে বাদ্যা বাজিয়ে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে। এরপর ১৯৮৯ সাল থেকে ঢাকা চারুকলার শিক্ষার্থীরা পহেলা বৈশাখের সকালে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে আসছেন।