শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > আ.লীগের দু’গ্রুপ ও পুলিশের সংঘর্ষে নিহত ২

আ.লীগের দু’গ্রুপ ও পুলিশের সংঘর্ষে নিহত ২

শেয়ার করুন

জেলা প্রতিনিধি, ঝিনাইদাহ ॥ জেলা আওয়ামী লীগের দু’গ্রুপ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলে আরিফ হোসেন ও গুলিবিদ্ধ অবস্থায় পরে শাহ আলম নামে আরও একজন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হন।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আরিফ হোসেন টিকারী গ্রামের তৈয়ব আলীর ছেলে। অন্যজনের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হাট ও গ্রামের আধিপত্য বিস্তারকে কেন্দ্র বিকালে টিকারী বাজারে ফুরসন্দি ইউপি চেয়ারম্যান স্থানীয় আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম শিকদার ও অপর নেতা আবদুল মালেক গ্রুপের লোকজনের মধ্যে কথাকাটাকাটি হয়। এ সময় শহিদুল শিকদারের ২ সমর্থককে পিটিয়ে আহত করে প্রতিপক্ষরা। এরই জের ধরে সন্ধ্যা ৭টার দিকে টিকারী গ্রামের পুরাতনপাড়া ও বাজারে দু’গ্রুপের নেতাকর্মী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ থামাতে পুলিশ গুলিবর্ষণ করে। দুই ঘণ্টাব্যাপী ত্রিমুখি এ সংঘর্ষে ঘটনাস্থলেই আরিফ নিহত হন।

এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় মাগুরা হাসপাতালে ভর্তি শাহ আলম নামে আরও একজন মারা যান।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ১০ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ও বেশ কয়েকজনকে মাগুরা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুগ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে।