শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > আয়ারল্যান্ডের বিপক্ষেও ব্যাটিং ব্যর্থতা বাংলাদেশের

আয়ারল্যান্ডের বিপক্ষেও ব্যাটিং ব্যর্থতা বাংলাদেশের

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥ বিশ্বকাপের ঠিক আগ মুহুর্তে ক্রিকেটারদের পারফরমেন্স ভাবিয়ে তুলছে ক্রীড়ামোদী মানুষের। অস্ট্রেলিয়ার কন্ডিশনে ব্যাটিংয়ে বেশ ভোগাচ্ছে টাইগারদের। বোলিংয়ে পেসাররা ভালো করলেও স্পিনাররা সুবিধা করতে পারছে না। অস্ট্রেলিয়া একাদশ ও পাকিস্তানের পর এবার দুর্বল দল আয়ারল্যান্ডের বিপক্ষেও ব্যাটিং ব্যর্থতার গণ্ডি থেকে বের হতে পারেনি বাংলাদেশ দল।

বৃহস্পতিবার সিডনির ব্ল্যাক টাউন অলিম্পিক পার্ক ওভালে টসে হেরে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ মাত্র ১৮৯ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন সৌম্য সরকার। ৫১ বলে ২ বাউন্ডারিতে ইনিংসটি খেলেন সৌম্য। এছাড়া মুশফিকুর রহিম ২৬, এনামুল হক বিজয় ২৫ ও সাব্বির রহমান ২০ রান করেন। রানের দেখা পাননি তামিম ইকবাল (৪), মুমিনুল হক (৮) ও সাকিব আল হাসান (৮)।
গত ২৫ জানুয়ারি থেকে অস্ট্রেলিয়াতে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের তত্ত্বাবধানে ঘাম-ঝড়ানো অনুশীলন করছে তারা। অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ইতিমধ্যে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলে ফেলেছে মাশরাফির দল। কিন্তু দুটি প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের পারফরমেন্সে চোখে পড়ার মতো কিছু ছিল না। ওই দুই ম্যাচে আগে ব্যাটিং করে পরাজয়ের স্বাদ নেয় টাইগার বাহিনী। প্রথম ম্যাচে ২৩১ রান করলেও পরের ম্যাচে করে মাত্র ১৯৩ রান।
প্রস্তুতি ম্যাচের পর দল ব্রিসবেন ছেলে উড়ে যায় সিডনিতে। সেখানে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুশীলন করে বাংলাদেশ। এরপর গত ৯ ফেব্রুয়ারি আইসিসির আয়োজনের পাকিস্তানের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নামে টাইগাররা। সে ম্যাচেও ব্যাটিংয়ে খুব ভাল করতে পারেনি বাংলাদেশে। ২৪৬ রানে গুটিয়ে যায় টাইগারদের ইনিংস। তবে পাকিস্তানের প্রথম সারির ব্যাটিং লাইনে বাংলাদেশী বোলাররা চির ধরাতে সক্ষম হলেও শেষ পর্যন্ত ৩ উইকেটে হেরে যায় টাইগাররা।
বিশ্বকাপের ঠিক আগ মুহুর্তে ব্যাটসম্যানের এ রকম পারফরমেন্স ভাবিয়ে তুলছে নির্বাচকসহ বোর্ড কর্মকর্তাদেরও। বিশ্বমঞ্চে মাঠে নামার আগে ব্যাটসম্যানরা কি ফর্মে ফিরতে পারবেন? এখন এটাই দেখার বিষয়।