বিনোদন ডেস্ক ॥ কোরবানি ঈদে মুক্তি দেওয়ার জন্য প্রস্তুত ছিল ‘ওয়ার্নিং’। আর সোমবার ছবিটি আনকাট সেন্সরও পেয়েছে। কিন্তু সিনেমাটির পরিচালক সাফিউদ্দীন সাফি জানালেন শেষ পর্যন্ত ছবিটি ঈদে আসছে না।
সাফি বলেন, ‘সবকিছু গুছিয়ে আনলেও টেকনিক্যাল কিছু কারণে আমরা আর ছবিটি ঈদে মুক্তি দিচ্ছি না। পরে মুক্তির সময় ঠিক করব।’
মাহি ও আরিফিন শুভ অভিনীত এ ছবিটির শ্যুটিং শুরু হয়েছিল ৩ আগস্ট। ঢাকা, কক্সবাজারসহ বিভিন্ন লোকেশনে শ্যুটিং হয়। ছবিতে শুভকে নানা গেটআপে দেখা যাবে। আর মাহি অভিনয় করেছেন সাংবাদিক চরিত্রে।
ছবিতে শওকত আলী ইমনের সুর ও সংগীতে ‘বড় কষ্ট কষ্ট লাগে এই অন্তরে’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন জেমস। এছাড়া আরও গান গেয়েছেন শাফিন আহমেদ, কনা, ন্যান্সি, দিনাত জাহান মুন্নি, রুমা, রুপম, তাসিফ আহমেদ।