শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > জাতীয় > আশুলিয়ায় পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

আশুলিয়ায় পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
আশুলিয়ার নরসিংহপুর এলাকায় মেডলার অ্যাপারেলস লিমিটেড কারখানায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (৮ জুলাই) রাত সাড়ে ১১টায় এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদর দফতরের ডিউটি অফিসার ইন্সপেক্টর মাহমুদুল হক।

তিনি জানিয়েছেন, ৮ তলা বিশিষ্ট পোশাক কারাখানা ভবনটির দোতলায় আগুন লেগেছে। পরে তা অন্য ফ্লোরগুলোতে ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করায় বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। এখন সেখানে কেবল ধোঁয়া দেখা যাচ্ছে। তিনি জানান, অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর এখনও পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট সেখানে আগুন নেভানোর কাজ করছে। এছাড়া সাভার, টঙ্গি ও কালিয়াকৈর এলাকা থেকে ফায়ার সার্ভিসের আরও ইউনিট যাচ্ছে।

অন্যদিকে, উত্তরার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শফিকুল ইসলামও ঘটনাস্থলে থাকা সাংবাদিকদের জানিয়েছেন, আগুনের মাত্রা কমে গেছে। এখন শুধু ধোঁয়া দেখা যাচ্ছে। তারা মই ব্যবহার করে ভবনের বিভিন্ন তলায় দেখেছেন, সেখানে কোনও গার্মেন্টকর্মী নেই। এখন পর্যন্ত নিহতের কোনও খবর পাননি তারা।

এর আগে আশুলিয়ার বাংলাদেশ রফতানি প্রক্রিয়াজাতকরণ এলাকা (বিইপিজেড) ফায়ার স্টেশন অফিসার আব্দুল হামিদ জানান, রাত সাড়ে ৯টার দিকে ওই পোশাক কারখানায় আগুনের সূত্রপাত হয়। তবে কী কারণে আগুন লেগেছে তা জানাতে পারেননি তিনি।

অন্য একটি সূত্রে জানা গেছে, কারখানাটিতে চার হাজার পাঁচশ’ শ্রমিক কাজ করেন। তবে রাতে কারখানাটিতে নির্ধারিত কর্মঘণ্টার পর কতজন শ্রমিক ওভারটাইম করতে গিয়ে আটকা পড়েছে বা উদ্ধার হয়েছে তা এখনও জানা যায়নি।

আশুলিয়া শিল্প পুলিশের পরিচালক সানা সামিনুর রহমান বলেন, ‘কারখানার আশপাশের অন্যান্য পোশাক কারখানা ছুটি ঘোষণা করে হয়েছে। আব্দুলাহপুর বাইপাইল মহাসড়কের নরসিংহপুর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া ফায়ার সার্ভিসের অন্যান্য ইউনিট যাতে দ্রুত পৌঁছাতে পারে সেজন্য ওই সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে ওই সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়েছে।’ বাংলা ট্রিবিউন