শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > জাতীয় > আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের বন্ধ দুই ইউনিট চালু

আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের বন্ধ দুই ইউনিট চালু

শেয়ার করুন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ॥

কালবৈশাখী ঝড়ের আঘাতে গ্রিডলাইনে ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়া আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে দুটির উৎপাদন শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ৪নং ইউনিট ও ২৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টের উৎপাদন শুরু হয়।

আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. শাহআলম খান বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ের আঘাতে গ্রিডলাইনে ত্রুটি দেখা দেয়। এর ফলে বিদ্যুৎ কেন্দ্রের ৩নং ও ৪নং এবং ২৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টের উৎপাদন বন্ধ হয়ে যায়।

পরে নিজস্ব প্রকৌশলীরা বন্ধ ইউনিটগুলো সচল কার জন্য কাজ শুরু করেন। বন্ধ হওয়া দুটি ইউনিট সচল করলেও জাতীয় গ্রিডে চাহিদা না থাকায় ১৩০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিট ৩নং ইউনিটের উৎপাদন আপাতত বন্ধ রয়েছে বলেও জানান তিনি।