শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > আলো হাতে দাঁড়িয়েছে সোহাগীর সহযাত্রী

আলো হাতে দাঁড়িয়েছে সোহাগীর সহযাত্রী

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ঢাকা : কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রী সোহাগী আক্তার তনু হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে সুহৃদ সমাবেশ, গণ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে মোমবাতি প্রজ্জ্বলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩ এপ্রিল) সন্ধ্যা ৮টায় বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে সুহৃদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীসহ গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস) সদস্যরা একাত্মতা পোষণ করেন।

এ সময় তারা এক মিনিট নীরবতা পালন করেন এবং মোমবাতি প্রজ্জ্বলনের মধ্যমে সমবেদনা প্রকাশ করে তনু হত্যার অপরাধীদের শনাক্ত করে সুষ্ঠু বিচারের দাবি জানান।

সুহৃদ সমাবেশ, গণ বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক তাজবিদুল ইসলাম বলেন, ‘তনু হত্যার সুষ্ঠু বিচার অবশ্যই হতে হবে। নইলে এ ধরনের ঘৃণ্যতম অপরাধীদের দমন করা সরকারের জন্য কঠিন হয়ে পড়বে।’

গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী তারেক বলেন, ‘ক্যান্টনমেন্টের মতো নিরাপদ স্থানে যদি মেয়েরা নিরাপদ না থাকে তাহলে দেশের কোথাও আইন-শৃঙ্খলা রক্ষা করা সম্ভব হবে না। তাই এ ঘটনার বিচারের মাধ্যমে সরকারের নিজেদের অবস্থান শক্তিশালী করা উচিত।’

বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী মিষ্টি রহমান হত্যাকারীদের উদ্দেশে বলেন, ‘অপরাধ করে কেউ কখনও পার পায়নি, আপনারাও পাবেন না। আত্মসমর্পণই আপনাদের জন্য শ্রেয়।’

এ সময় আরও উপস্থিত ছিলেন সুহৃদ সমাবেশ ঢাকা কেন্দ্রীয় কমিটির সদস্য আসিফ আল আজাদ, গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির উপদেষ্টা আব্দুল্লাহ আল কাউসার, সভাপতি মাসুদ আজীম প্রমুখ।