স্টাফ রিপোর্টার ॥ নতুন সরকারের বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, ‘আলোচনার দরজা এখনও খোলা আছে।’
সোমবার সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
তোফায়েল বলেন, ‘অবরোধ তুলে নেয়ায় প্রমাণিত যে বিএনপির শুভবুদ্ধির উদয় হয়েছে।’
উল্লেখ্য, নতুন মন্ত্রিপরিষদের সদস্যরা সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান।
রোববার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে নতুন সরকারের যাত্রা হয়। ওইদিন বিকেলে বঙ্গভবনে দরবার হলে মন্ত্রিপরিষদের ৪৯ জন সদস্য শপথগ্রহণ করেন। প্রথমে শপথ নেন তৃতীয় বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পর পর্যায়ক্রমে ২৯ জন পূর্ণমন্ত্রী, ১৭ জন প্রতিমন্ত্রী ও ২ উপমন্ত্রী শপথ নেন।
এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের নিচতলায় শপথ কক্ষে ১০ম সংসদের সদস্যরা শপথ নেন। তবে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ শপথ নেন শনিবার।