শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > শীর্ষ খবর > আলোকের এই ঝরনাধারায়

আলোকের এই ঝরনাধারায়

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: আলোকের এই ঝরনাধারায় ধুইয়ে দাও-এমন বারতা নিয়ে রমনা বটমূলে চলছে নতুন বাংলা বছরকে বরণ সারোদের সুরের মূর্চ্ছনায় সকাল সোয়া ছয়টায় বর্ষবরণ অনুষ্ঠান শুরু হয়। মূলতঃ সরোদের বাদনে ছিল আহ্বান।

রাজপুর চৌধুরীর সারোদ বাদনের পর চলছে মূল অনুষ্ঠান। এবার আয়োজনের মূল আকর্ষণ পঞ্চ কবি ও কালজয়ী গান গাইছেন প্রখ্যাত রবীন্দ্র সঙ্গীত শিল্পি ইফফাত আরা দেওয়ান।

এ বছর ছায়ানটের এই আয়োজনের মূল প্রতিপাদ্য ‘আনন্দ, আত্মপরিচয়ের সন্ধান ও মানবতা। ১৯৬৭ সন থেকে ছায়ানট রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানটি করে আসছে। এ বছর চলছে ৫০ বছর পূর্তি উদযাপন।

এদিকে ছায়ানটের বর্ষবরণ উপলক্ষ্যে রমনার চারদিক থেকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভেতরে কাউকে কোনো প্রকার ব্যাগ হাতে ঢুকতে দেয়নি তারা। তবে এই কড়া নিরাপত্তার ভেতরে উৎসবমুখর পরিবেশে চলছে সকলের অংশগ্রহণ।

এই মুহূর্তে বটমূলের চারপাশ কানায় কানায় ভরে উঠেছে সর্বসাধারণের অংশগ্রহণে। ছোট বাচ্চা থেকে শুরু করে সব বয়সী পেশার মানুষের আগমনে মুখরিত পুরো রমনা পার্কের ভেতরের পরিবেশ।