শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > আলিয়া মাদ্রাসা চত্বরে নিরাপত্তা জোরদার

আলিয়া মাদ্রাসা চত্বরে নিরাপত্তা জোরদার

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আগমনকে কেন্দ্র করে আলিয়া মাদ্রাসা এলাকায় ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়াউর রহমান চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে করা দুই দুর্নীতি মামলায় হাজিরা দিতে আলিয়া মাদ্রাসা মাঠের অস্থায়ী আদালতে হাজিরা দেবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
সংশ্লিষ্ট সূত্র জানায়, খালেদা জিয়ার হাজিরাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। পোশাকাধারী ছাড়াও বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও আনাগোনা দেখা গেছে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম বাংলানিউজকে জানান, অস্থায়ী আদালত চত্বর এলাকায় নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ তৎপর রয়েছে।
এদিকে খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি নেতাকর্মীরা আলিয়া মাদ্রাসা এলাকায় জড়ো হতে শুরু করেছেন।
সূত্র জানায়, সকাল ৯টায় আদালত বসবেন এবং সাড়ে ১১টায় আদালতে খালেদা হাজিরা দিতে উপস্থিত হবেন।