শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > আরেকটি নির্বাচনের প্রত্যাশায় প্রবাসীরা

আরেকটি নির্বাচনের প্রত্যাশায় প্রবাসীরা

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ বিরোধী দলের বর্জন এবং সহিংসতায় ঘেরা নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ ৩০০ আসনের ২৩২টিতে নিরঙ্কুশ জয়লাভ করার পর ওমান প্রবাসী বাংলাদেশীরা দ্রুত আরেকটি নির্বাচন দেখার প্রত্যাশা ব্যক্ত করেছেন। টাইমস অব ওমানের এক প্রতিবেদনে উঠে এসেছে প্রবাসী বাংলাদেশীদের চাওয়া। ওমান নিবাসী কয়েক জন বাংলাদেশী বলেন, বিরোধী দলের বর্জনের ফলে অর্ধেকের কিছু কম জেলায় নির্বাচন হয়েছে। নির্বাচনের দিনে প্রাণহানি হয়েছে কমপক্ষে ১৮ জনের। বিরোধী দলের অংশগ্রহণ ব্যতিরেকে ক্ষমতাসীন দলের ভূমিকা স্বৈরশাসক হিসেবেই প্রতিভাত হবে। এর ফলে সৃষ্টি হবে আরও সহিংসতা ও বিশৃঙ্খলা। এ কারণে আমরা শিগগিরই আরেকটি নির্বাচনের আশা করছি যেখানে সকল দল প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবে। আমাদের প্রত্যাশা ক্ষমতাসীন দল এবং বিরোধী দল একসঙ্গে বসে মতপার্থক্য দূর করবে। শুধুমাত্র তখনই গোলযোগপূর্ণ পরিস্থিতি এড়ানো যেতে পারে আর দেশ এগিয়ে যেতে পারবে অগ্রগতির দিকে। ৩০০ আসনের অর্ধেকেরও কম আসনে নির্বাচন হয়েছে। কড়া নিরাপত্তার মধ্যে রোববার নগণ্য সংখ্যক ভোটার ভোট দিয়েছে। বাংলাদেশের নির্বাচনে চিরাচরিত উৎসবমুখর পরিবেশের অভাব ছিল এ নির্বাচনে। আর আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এ নির্বাচনকে ত্রুটিপূর্ণ আখ্যা দিয়েছে। এ নির্বাচন ছিল প্রহসনমূলক। মনে হচ্ছে ক্ষমতাসীন দল তাদের ক্ষমতার সবটুকু ব্যবহার করে ভোট সংগ্রহ করেছে। তাদের সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণ করতে হয়েছে। সে কারণে তারা বিরোধী দলকে উপেক্ষা করেই নির্বাচন অনুষ্ঠান করেছে। এটা চলমান সঙ্কট নিরসন করবে না। দেশে আরও বেশি বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আমরা আশা করি বাংলাদেশে দ্রুতই পুনঃনির্বাচন হবে। নির্বাচনে এ ধরনের অনুকূল ফলাফলের সুবাদে ক্ষমতাসীন দল বিরোধী দলকে স্বাধীন মত প্রকাশে বাধা দিতে তৎপর হবে। এতে দেশ আরও সঙ্কটের দিকে ধাবিত হবে। যদিও সরকার সংবিধান মেনেই নির্বাচন করেছে তারপরও মিডিয়ার রিপোর্টে পরিষ্কার দেখা গেছে ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি নগণ্য।