বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > আন্তর্জাতিক > আরও ৮০০ ট্যাংক পাচ্ছে ইরানের সেনাবাহিনী

আরও ৮০০ ট্যাংক পাচ্ছে ইরানের সেনাবাহিনী

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক :
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীকে আরো ৮০০ ট্যাংক সরবরাহ করা হবে। দেশীয় প্রযুক্তিতে তৈরি এসব ট্যাংক ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এবং ইরানের সেনাবাহিনীকে দেয়া হবে। এর মধ্যে ইরানের বিখ্যাত কারার ট্যাংকও থাকবে। খবর পার্স ট্যুডে।

ইরানের উপ প্রতিরক্ষামন্ত্রী রেজা মোজাফফারি নিয়া বুধবার বার্তা সংস্থা তাসনিম নিউজকে এ কথা জানান। তিনি বলেন, সেনাবাহিনী এবং আইআরজিসির চাহিদা পূরণের জন্য ইরান প্রতি বছর ৫০ থেকে ৬০টি ট্যাংক তৈরি করে।

গত বছরের মার্চে ইরান উন্নতমানের কারার ট্যাংকের উদ্বোধন করে। উভচর শেণির এ ট্যাংককে ইরানি প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে গণ্য করা হচ্ছে।

তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী হোসেইন দেহকান বলেছিলেন- গোলাবর্ষণের ক্ষমতা, নিখুঁতভাবে গোলা নিক্ষেপ এবং চলাচলের ক্ষমতার কারণে এ ট্যাংক বিশ্বের সবচেয়ে উন্নত ট্যাংকের অন্যতম। এতে রয়েছে উন্নত প্রযুক্তির সমন্বয় এবং ট্যাংকটি দিনে ও রাতে সমানভাবে কাজ করতে পারে।
সূত্র: জাগোনিউজ২৪.কম