শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > জাতীয় > আরও একটি হজ ফ্লাইট বাতিল

আরও একটি হজ ফ্লাইট বাতিল

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

হজযাত্রী সঙ্কটে আজও (বৃহস্পতিবার) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি হজ ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাতিল হওয়া বিজি-১০৫৫ ফ্লাইটটির আজ (বৃহস্পতিবার) সকাল ১০টা ৫৫ মিনিটে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা ছিল। তবে পর্যাপ্ত হজযাত্রী না থাকায় তা বাতিল করা হয়েছে। এই নিয়ে এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২২টি হজ ফ্লাইট বাতিল হলো।

গত ২৪ জুলাই বাংলাদেশ বিমানের হজ ফ্লাইট শুরু হয়। ওই দিন সকালে সরকারি ব্যবস্থাপনায় ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমানের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়ে যায়। চলতি বছর ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশি হজ পালনে সৌদি আরব যাবেন।